Abdullah's Blog

Starting with Digital career

Memory from 2018

হিসেব করে দেখলাম ঠিক এই হাসি মেশানো একটা ছবি উঠাইতেই আমার ১৭ টা ছবি উঠানো লাগছে। কিন্তু এই ছবিটাকে আমার নিজের ই কেমন অদ্ভুত লাগছে। মূলত ২০১৮ সালে আমি ফ্রিল্যান্সিং নিয়ে বেশ উদগ্রীব ছিলাম। আর্থিক টানাপোড়েন, অনিশ্চিত চাকুরী, ধূসর ভবিষ্যৎ ইত্যাদি কারণে সারাক্ষণ ই #Freelancer#Upowork#Fiverr এ পড়ে থাকতে চাইতাম। এগুলোর একটা আকর্ষণীয় প্রোফাইল পিক রেডি করার জন্য যারপরনাই ব্যস্ত ছিলাম। কিন্তু দিন আর মাস যেতে যেতে এক ধরণের হতাশা ঘিরে ধরলো। শুধু প্রোফাইল পিক দিয়ে তো আর কাজ পাওয়া যায়না। নিজের মধ্যে জড়তা, ইংরেজিতে অপারদর্শীতা, অভিজ্ঞতার অভাব শত কারণে পিছিয়ে পড়েছিলাম। কাজ পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাস্টমার এর প্রয়োজন বোঝা (তাও আবার ইংরেজি ভাষায়)+ অভিজ্ঞতা অর্জন করা। এরপরে কবেই ভুলে গেলাম এসব প্রোফাইল পিক এর কথা। নিজের স্বল্প সামর্থ্যে সর্বোচ্চ পরিশ্রমের সাথে চেষ্টা করেছি। বিদেশি ক্লায়েন্ট এর কাজ আমার আর করা হয়নি কিন্তু যে আশায় ফ্রিল্যান্সিং এ নাম লেখাতে চেয়েছি আল্লাহ আমাকে সেই আশার থেকেই দ্বিগুণ+ দিয়েছে স্বদেশী কাস্টমার থেকে। শুধু ডলার ইনকাম করলেই যদি কেউ ফ্রিল্যান্সার হয় তাহলে আমি ফ্রিল্যান্সার নই। কিন্তু আমি একেবারেই অজ্ঞ নই। টুকটাক কাজ পারি, হাতে কাজও আছে, সাথে নিজের দুই তিনটা ওয়েবসাইট। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার পরে সবচেয়ে বেশি ধন্যবাদ পায় IT Bari (আইটি বাড়ি) এবং Khalid Farhan ভাই।বিঃদ্রঃ যেকোন কাজের পেছনে নিজের সদিচ্ছে আর ভাললাগা নিয়ে লেগে থাকলে একটা সময় চাওয়ার চেয়েও বেশি সফলতা ফিরে আসে। Memory 2018

Exit mobile version